গোলের পর বার্সেলোনার ভিক্টর রকি ছবি : টুইটার
লা লিগায় জয় পেয়েছে বার্সেলোনা। ১-০ গোলে তারা ওসাসুনাকে হারিয়েছে। আর এই একমাত্র গোলটি করেছেন ভিক্টোর রকি।তবে ফেরান তোরেস চোট পেয়েছেন। এটাই যা খারাপ খবর বার্সেলোনার।
ম্যাচের ৬২ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন রকি। ৬৩ মিনিটে গোল করেন তিনি। ৬৭ মিনিটে ওসাসুনার উনাই গার্সিয়া লাল কার্ড দেখেন।
বার্সেলোনা লিড বড় করতে পারেনি। ২২ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে বার্সেলোনা এখন চার নম্বরে। শীর্ষে জিরোনা ৫৫ পয়েন্ট নিয়ে।