বার্সেলোনার জয়সূচক গোলটি করেন ক্রিসটেনসেন ছবি : টুইটার
প্যারিসে জয় পেল বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে ৩-২ ব্যবধানে জয়। পরের লেগের ম্যাচটি আবার নিজেদের মাঠে।
এদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ ২-১ গোলে বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়েছে। এক গোলে এগিয়ে রয়েছে ডিয়েগো সিমিওনের দল। অবশ্য ফুটবলে ১ গোল কখনও নিরাপদ না। যখন আরও ৯০ মিনিট রয়েছে।
প্রথমার্ধে বার্সেলোনা ১-০ গোলে লিড নিয়েছিল। রাফিনহা গোল করেন। ৪৮ ও ৫০ মিনিটে পিএসজি ২-১ এ লিড নেয়। ওসমান ডেম্বেলে ও ভিটিনহা গোল করেন।
বার্সেলোনার রাফিনহা ৬২ মিনিটে আবার গোল করে স্কোর ২-২ করে ফেলেন। ৭৭ মিনিটে আন্দ্রেস ক্রিস্টিনসেন হেড থেকে বার্সেলোনার জয়সূচক গোলটি করেন।
বার্সেলোনা ডিফেন্সে ভাল করেছে। কিলিয়ান এমবাপ্পেকে শট নিতেই দেয়নি ঠিকমত। তিনি বোতলবন্দি থাকায় পিএসজি এ ম্যাচে সুবিধা করতে পারল না।