লেভানডভস্কির জাদু

রিয়ালের পর বার্সেলোনার জয়

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ১২, ২০২৩, ০৮:২৩ পিএম

রিয়ালের পর বার্সেলোনার জয়

রিয়াল মাদ্রিদ শনিবার জয় পেয়েছে। রবিবার বার্সেলোনা ২-১ গোলে আলাভেজকে হারিয়েছে। বার্সার রবার্ট লেভানডভস্কি জোড়া গোল করেছেন। 

রিয়াল ও বার্সেলোনা শীর্ষে নেই। ১৩ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে গিরোনা। আর রিয়ালের পয়েন্ট সেখানে ৩২ । তারা দ্বিতীয়। বার্সেলোনা ৩০ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে তৃতীয়। 

আলাভেজের বিপক্ষে প্রথম মিনিটেই গোল খায় বার্সেলোনা। পরে ২টি গোল করে বাঁচান লেভানডভস্কি। 

Link copied!