বরিশালকে ১০ রানে হারাল চট্টগ্রাম

ক্রীড়া প্রতিবেদক

জানুয়ারি ২৭, ২০২৪, ১১:৩৩ এএম

বরিশালকে ১০ রানে হারাল চট্টগ্রাম

ছবি: ক্রীড়া প্রতিবেদক

সিলেটে তামিম ইকবালের বরিশালকে ১০ রানে হারাল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। 

শনিবার (২৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে চট্টগ্রাম ১৯৪ রানের টার্গেট দেয়। জবাবে ৭ উইকেটে ১৮৩ রানে থামে বরিশাল। 

এর আগে আবিস্কা ফার্নান্দোর বিধ্বংসী ব্যাটিংয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১১তম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ১৯৩ রানের বড় সংগ্রহ পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আবিস্কা ৫০ বলে অপরাজিত ৯১ রান করেন। চলতি বিপিএলে এখন পর্যন্ত এটিই ব্যক্তিগত সর্বোচ্চ রান।

১৯৪ রান তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে ফরচুন বরিশাল। এই ম্যাচের এবারের বিপিএলে প্রথমবারের মতো মাঠে নামলেন আহমেদ শেহজাদ। নেমেই ঝড় তোলেন ব্যাটে-বলে। তাঁর ব্যাটিংয়ে পাঁচ ওভারে ৫০ রান পেয়েছে বরিশাল। ষষ্ঠ ওভারে বিলাল খান ১৭ বলে ৩৯ রান করা শেহজাদকে ফেরান। 

এরপর সৌম্য সরকারের সাথে তামিম ইকবালের ৩৬ রানের জুটি ভাঙেন ক্যাম্ফার। ষষ্ঠ জুটিতে ৫১ রানে জুটিতে ম্যাচে ফিরে আসার আভাস দেয় বরিশাল। কিন্তু ১৬ বলে ৩৫ রান করে মিরাজ ফিরলে জয়ের আশা শেষ হয়ে যায় তামিম ইকবালের দলের। 

Link copied!