পরের বিশ্বকাপে চোখ বাশারের

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ৮, ২০২৩, ১১:০০ পিএম

পরের বিশ্বকাপে চোখ বাশারের

হাবিবুল বাশার সুমন নির্বাচকদের একজন। আর সাবেক অধিনায়ক তিনি। মিস্টার ফিফটি খ্যাত এই সাবেক অধিনায়ক বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাপারে আশাবাদ দেখিয়েছেন। তিনি মনে করেন আগামী ১-২ বছরে পরের বিশ্বকাপের জন্য দল গঠন করা সম্ভব হবে। 

ভারতে টিম হোটেলের নিচে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি। বাশার বলেন,‘ পরবর্তী বিশ্বকাপ আসার আগে আমাদের মেন্টাল স্কিল নিয়ে বেশি কাজ করা উচিত। স্কিলের দিক থেকে আমরা আগে যা ছিলাম, তা-ই আছি। বাকি দলগুলো অনেক প্রস্তুতি নিয়ে আসে। আমরাও প্রস্তুতি নিয়ে এসেছিলাম। কিন্তু এখানে শক্ত মানসিকতার একটা ব্যাপার থাকে। আমার মনে হয়, এর পর বৈশ্বিক কোনো টুর্নামেন্টে যাওয়ার আগে আমাদের মেন্টাল স্কিল নিয়ে কাজ করা উচিত।’

পরের বিশ্বকাপ ২০২৭ সালে। সাকিব ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির পর অবসর নেবেন জানিয়েছেন। মুশফিক, মাহমুদউল্লাহ ,তামিমও থাকবেন না। ফলে নতুন একটা দল সেখানে দেখা যাবে।  

Link copied!