উয়েফা চ্যাম্পিয়নস লিগ

রাফিনহার হ্যাটট্রিকে উড়ে গেল বায়ার্ন

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ২৩, ২০২৪, ০৯:০৭ পিএম

রাফিনহার হ্যাটট্রিকে উড়ে গেল বায়ার্ন

বার্সেলোনার হয়ে হ্যাটট্রিক করেন রাফিনহা। ছবি : বার্সেলোনা

রাফিনহার হ্যাটট্রিকে উয়েফা চ্যাম্পিয়নস লিগে জায়ান্ট বায়ার্ন মিউনিখকে বড় ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। এস্তাদি অলিম্পিক লুইস কম্পানিস স্টেডিয়ামে ৪-১ গোলে জয় পেয়েছে কাতালানরা।

ম্যাচের প্রথম মিনিটে রাফিনহা গোল করেন। ১৮ মিনিটে বায়ার্নের হ্যারি কেন সেটা শোধ করে দেন। এরপর ৩৬ মিনিটে লেভানডভস্কি গোল করেন। যিনি আগে বায়ার্নে খেলতেন।

৪৫ মিনিটে রাফিনহা আবার গোল করেন। প্রথমার্ধ শেষে ৩-১ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে বার্সেলোনা। ৫৬ মিনিটে হ্যাটট্রিক করেন রাফিনহা। 

এদিকে ম্যানচেস্টার সিটি ৫-০ গোলে হারিয়েছে স্পারটা প্রাগকে। হালান্ড ২টি গোল করেছেন। 

Link copied!