বৃহস্পতিবার সন্ধ্যায় লড়াই

জামালদের সামনে এবার ভুটান

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ৪, ২০২৪, ০৮:০০ পিএম

জামালদের সামনে এবার ভুটান

অনুশীলনের ফাঁকে তপু, জামাল ও সোহেল রানারা। ছবি : বাফুফে

জামাল ভূঁইয়াদের সামনে এবার ভুটান। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচ টি রয়েছে সেদেশের মাঠে। 

ভুটান ইউটিউব চ্যানেলে খেলাটি দেখা যাবে। সমতল ভূমি থেকে মাঠ অনেক ওপরে। শ্বাস-প্রশ্বাস নিতে সমস্যা হয়েছে ফুটবলারদের।

২ ম্যাচের লড়ােই। পরের খেলাটি রয়েছে ৮ সেপ্টেম্বর।  

Link copied!