ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ১০:৫৬ এএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট চলছে। রবিবার ২৬ ফেব্রুয়ারি প্লে অফ রয়েছে। চন্ডিকা হাথুরুসিংহে ছুটিতে ছিলেন। জাতীয় দলের খেলা সামনে মাসে শ্রীলংকার সঙ্গে। তিনি বাংলাদেশে ফিরে ক্রিকইনফোকে জানান, বিপিএল তিনি সেভাবে দেখেননি। তার কাছে আপ টু দ্য মার্ক না।
বিপিএল নিয়ে হাথুরুসিংহে কথা বলেছেন। তিনি বলেন,‘ উপায় নেই তো! আমাদের একটা সঠিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট নেই। শুনতে খারাপ লাগবে, কিন্তু মাঝে মাঝে বিপিএল দেখতে গিয়ে আমি টিভি বন্ধ করে দেই। কিছু খেলোয়াড় তো কোনো ক্লাসেরই না।
একজন ক্রিকেটার একসঙ্গে দুটি লিগে খেলে। এ ব্যাপারে হাথুরুসিংহে বলেন,‘ একজন খেলোয়াড় একটি টুর্নামেন্টে খেলছে, আবার খেলছে আরেক টুর্নামেন্টে। যেন সার্কাসের মতো। খেলোয়াড়রা সুযোগের কথা বলবে, এটা ঠিক নয়। এতে মানুষ আগ্রহ হারায়, আমি যেমন হারিয়েছি।
তামিম ইস্যু নিয়েও কথা বলেছেন তিনি। এ ব্যাপারে হাথুরু বলেন,‘ কী ঘটেছিল? আমি এর আগে কিছুই জানতাম না। সত্যিকার অর্থে আমি এখনও জানি না কেন সে এমন (অবসর) সিদ্ধান্ত নিয়েছিল। সে (তামিম) অবসর নিয়ে নিলো এবং বিষয়টির বিস্তৃতি এমন উচ্চ পর্যায়ে চলে গেল, যেখানে আমাদের কিছুই করার ছিল না। এরপর আমার পুরো মনোযোগ ছিল দলের প্রতি। আমি সবসময়ই বলে আসছি– দলের চেয়ে কেউ বড় নয়।’