দীর্ঘদিন পর ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন নেইমার দ্য সিলভা জুনিয়র। আর মাঠে নেমেই কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন এই তারকা। নেইমারের এমন কীর্তির দিনে ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে বলিভিয়াকে ৫-১ গোলের উড়িয়ে দিয়েছে ব্রাজিল।
প্রথমার্ধে ২৪ মিনিটে জাল কাঁপিয়ে দারুণ শুরুতে অবদান রাখেন রদ্রিগো। ৪৭ মিনিটে ব্যবধান বাড়ান রাফিনহা। ৫৩ মিনিটে আবারও রদ্রিগোর গোল। ম্যাচের ৬১তম মিনিটে লক্ষ্যভেদ করে পেলেকে ছাড়িয়ে দেশটির একক সর্বোচ্চ গোলদাতা বনে যান নেইমার।
চার গোলে পিছিয়ে পড়া বলিভিয়া সান্ত্বনার একটি গোল পায় ৭৮ মিনিটে। যদিও সেই গোল ম্যাচের ভাগ্যে কোনো প্রভাব ফেলতে পারেনি। পরে ম্যাচের যোগ করা সময়ে আরও একটি গোল করে ব্যবধানটা আরও বাড়িয়ে নেন পিএসজি থেকে কিছু দিন আগে আল হিলালে নাম লেখানো এই তারকা।
ব্রাজিলের হয়ে নেইমার ১২৫টি ম্যাচ খেলেছেন। পেলের রেকর্ড ১৭ মিনিটেই ভাঙতে পারতেন তিনি। কিন্তু পেনাল্টি থেকে পাওয়া সুযোগে স্পট কিক করলেও সেটি সেভ করে দিয়েছেন বলিভিয়া গোলকিপার। কিন্তু ৬১ মিনিটে আর কোনও ভুল করেননি। আলগা বল পেয়ে ডান পায়ের শটে জাল কাঁপিয়েছেন।
ডিসেম্বরে প্রয়াত পেলে ব্রাজিলের হয়ে ৯২ ম্যাচ খেলেছিলেন। তার গোল ছিল ৭৭টি।