জানুয়ারি ১২, ২০২৪, ০৬:২২ এএম
লামিন ইয়ামেলের বয়স কেবল ১৬। ইতোমধ্যে বার্সেলোনার সিনিয়র টিমে গোল করে ফেলেছেন। আর ভরসার জায়গাও সামনে হয়ে যাবেন স্পেনের এই ফুটবলার।
বৃহস্পতিবার রাতে সৌদি আরবের রিয়াদে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে গোল করেছেন তিনি। বার্সেলোনা ২-০ গোলে ওসাসুনাকে হারিয়েছে। এ ম্যাচে অপর গোলটি রবার্ট লেভানডভস্কির।
১৫ জানুয়ারি ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। মৌসুমে আরও একটি এল ক্ল্যাসিকো দেখবেন ফুটবল ভক্তরা। রোমাঞ্চ অপেক্ষা করছে।
ইয়ামেল স্পেনের জাতীয় দলে ৪টি ম্যাচ খেলেছেন। আর সেখানে গোল ২টি। বার্সেলোনার ইয়ুথ সিস্টেম থেকে উঠে এসেছেন তিনি।