বাংলাদেশ- নিউজিল্যান্ড টেস্ট

অধিনায়কত্বের অভিষেক টেস্টেই শান্তর সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক

নভেম্বর ৩০, ২০২৩, ১০:৪৫ এএম

অধিনায়কত্বের অভিষেক টেস্টেই শান্তর সেঞ্চুরি

টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেকেই সেঞ্চুরি করলেন শান্ত। ছবি: সংগৃহীত

প্রথম ইনিংসে দুর্দান্ত শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি। সাজঘরে ফিরেছিলেন বাজে শটে। দ্বিতীয় ইনিংসে এসে সেই আক্ষেপ ঘুচালেন। ১৯২ বলে তিন অঙ্ক ছুঁয়েছেন তিনি। টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেকেই সেঞ্চুরি করলেন নাজমুল হোসেন শান্ত। যা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে প্রথম।

তৃতীয় দিনে এসেও সিলেটের উইকেটে খুব বেশি ভাঙন ধরেনি। তবে প্রথম দুই দিনের তুলনায় আজ সকাল থেকে কিছুটা হলেও বাড়তি টার্ন পাচ্ছিলেন স্পিনাররা তবে বেলা বাড়ার সাথে সাথে স্পিনের ধার কিছুটা কমে আসে। আর তারই ফায়দা নিয়ে নিজের টেস্ট ক্যারিয়ারে ৫ম সেঞ্চুরি হাঁকান অধিনায়কত্বে অভিষেক হওয়া শান্ত।  

নিউজিল্যান্ডকে গুটিয়ে দেওয়ার পর বিনা উইকেটে ১৯ রান নিয়ে প্রথম সেশন শেষ করেছিল বাংলাদেশ। দ্বিতীয় সেশনের শুরুতেই জোড়া ধাক্কা।

পরপর দুই ওভারে ফেরত যান দুই ওপেনার জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়। সেই বিপর্যয় সামলে দলকে সঠিক পথের দিশা দেন শান্ত ও মুমিনুল।

বাংলাদেশ চা বিরতিতে যায় ২ উইকেটে ১১১ রান নিয়ে। এরপর শেষ সেশনে মাত্র ১ উইকেট হারিয়ে আরও ১০১ রান স্কোরবোর্ডে জমা করে তারা। সেশনের তৃতীয় ওভারে মুমিনুল রানআউটে বিদায় নেওয়ার পর দৃঢ়তা দেখান শান্ত ও মুশফিক।

শান্তর সেঞ্চুরিতে ২০৫ রানের লিড নিয়ে তৃতীয় দিনে শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ২১২ রান।  হাতে আছে ৭ উইকেট।

Link copied!