উয়েফা চ্যাম্পিয়নস লিগ

চ্যাম্পিয়নস লিগ ফাইনাল : রিয়াল না ডর্টমুন্ড

স্পোর্টস ডেস্ক

জুন ১, ২০২৪, ০৭:০৪ এএম

চ্যাম্পিয়নস লিগ ফাইনাল : রিয়াল না ডর্টমুন্ড

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচটি রয়েছে। ছবি: ফেসবুক

লন্ডনের ওয়েম্বলিতে আজ রিয়াল মাদ্রিদ ও বরুশিয়া ডর্টমুন্ডের লড়াই রয়েছে। উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলবে দল দুটি। বাংলাদেশ সময় রাত ১টায় (রবিবার, ২ জুন) খেলাটি শুরু হবে। 

রিয়াল মাদ্রিদ শক্তির বিচারে অনেক এগিয়ে। তবে জার্মান দল বরুশিয়া ডর্টমুন্ড এ আসরে চমৎকার খেলেছে। তারা কিলিয়ান এমবাপ্পের প্যারিস সেইন্ট জার্মেইকে হারিয়ে ফাইনালে এসেছে। অপর দিকে রিয়াল মাদ্রিদ হারিয়েছে বায়ার্ন মিউনিখকে। 

রিয়াল মাদ্রিদ ফাইনালে বড় পরিবর্তন এনেছে। তারা আন্দ্রি লুনিনকে খেলাবে না। কারণ জ্বর থেকে উঠেছেন। থিবো কুর্তোয়া গোলকিপিং করবেন এখন। 

১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। তারা বড় কিছু করতে চাইবে এবার। অন্যদিকে ডর্টমুন্ড মিরাকল উপহার দিতে চায়।  

Link copied!