বিশ্বকাপে বাংলাদেশের সূচিতে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক

আগস্ট ১০, ২০২৩, ০১:০৭ এএম

বিশ্বকাপে বাংলাদেশের সূচিতে পরিবর্তন

আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফিকশ্চার পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশসহ কয়েকটি ম্যাচের পরিবর্তন রাখা হয়েছে এখানে। 

বিশ্বকাপের ৯টি ম্যাচের সূচিতে পরিবর্তন এসেছে।  বাংলাদেশ বনাম ইংল্যান্ড ম্যাচ হবে ১০ অক্টোবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে সাকিবদের ম্যাচ হবে ১১ নভেম্বর আর নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩ অক্টোবর মাঠে নামবে টাইগাররা।

 ভারত-পাকিস্তান ম্যাচটি ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু হাইভোল্টেজ ম্যাচটি একদিন এগিয়ে ১৪ অক্টোবর একই ভেন্যুতে আয়োজন করা হবে। এর ফলে বদলে গেছে ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচের সূচিও। ১৪ অক্টোবরের পরিবর্তে ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে ম্যাচটি।
এশিয়ার সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান ও শ্রীলঙ্কার ম্যাচ ১২ অক্টোবরের পরিবর্তে ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে, তবে বদলাচ্ছে না ভেন্যু। হায়দরাবাদেই হবে ম্যাচটি। লাখনোয় অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচটিও একদিন এগিয়ে ১২ অক্টোবর আয়োজন করা হবে।

বাংলাদেশের মোট তিনটি ম্যাচের সূচি বদলেছে আইসিসি ও বিসিসিআই। নিউজিল্যান্ডের বিপক্ষে চেন্নাইয়ে ১৪ অক্টোবর খেলার কথা বাংলাদেশের। কিন্তু নতুন সূচি অনুযায়ী একদিন আগেই মাঠে নামতে হচ্ছে টাইগারদের। ধর্মশালায় ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটির দিন তারিখ অপরিবর্তিত থাকলেও বদলে গেছে সময়। আগের সূচি অনুযায়ী এই ম্যাচটি দিবারাত্রির হওয়ার কথা থাকলেও নতুন সূচি অনুযায়ী স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে। বাংলাদেশ সময় অনুযায়ী সেটা সকাল ১১টা।

পরিবর্তন হয়েছে রাউন্ড রবিন লিগে বাংলাদেশের শেষ ম্যাচের সূচিতেও। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচটি ১২ নভেম্বর হওয়ার কথা থাকলেও নতুন ঊচি অনুযায়ী হবে ১১ নভেম্বর। তবে ভেন্যু আগের মতো পুনেতেই থাকছে।
 

Link copied!