ফিফা আন্তর্জাতিক ম্যাচ

বাংলাদেশের সামনে চায়নিজ তাইপে

স্পোর্টস ডেস্ক

মে ৩১, ২০২৪, ০৫:০১ এএম

বাংলাদেশের সামনে চায়নিজ তাইপে

কিংস অ্যারেনায় বিকালে লড়াই করবেন মেয়েরা। ছবি: বাফুফে

বসুন্ধরা কিংস অ্যারেনায় শুক্রবার বিকালে মুখোমুখি হচ্ছে সাবিনা খাতুনের বাংলাদেশ ও চায়নিজ তাইপে। ফিফা র‌্যাংকিংয়ে ১০০ ধাপ পেছনে বাংলাদেশ। তারপরেও লড়াইয়ের বিশ্বাস নিয়ে নামবে বাংলাদেশের মেয়েরা। 

চায়নিজের অবস্থান ফিফা র‌্যাংকিংয়ে ৪০। সেখানে বাংলাদেশের অবস্থান ১৪০ এ। অসম লড়াই বলা চলে। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচটি বিকাল ৫টা ৪৫ মিনিটে শুরু হবে। 

সাবিনা এ ম্যাচ নিয়ে আশাবাদী। নিজেদের যতটা শক্তি সেটাই দেখাতে চান তিনি। সাবিনা বলেন, ‘ আমরা শেষ যে কয়টা ম্যাচ খেলেছি, সেটার ধারাবাহিকতা ধরে রাখা লক্ষ্য। নিজেদের অবস্থান কোথায়, সেটা বুঝতে পারব। যেহেতু অনেক দিন ধরে আন্তর্জাতিক ম্যাচ খেলি না, আপনারাও জানেন প্রস্তুতি ক্যাম্পে থাকা আর টুর্নামেন্টের বাইরে থাকা ভিন্ন ব্যাপার। তো ছয়-সাত মাস পর মেয়েরা কিভাবে গুছিয়ে খেলতে পারবে, সেটা একটা ব্যাপার…জাপানের সাথে যখন খেলেছি (২০২৩ সালে), ওদের ফুটবলের লেভেল অন্যরকম। ওদের সাথে চাইনিজ তাইপের তুলনা হয় না।‍‍`

Link copied!