শিক্ষার্থীদের আন্দোলন চলার সময় সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা একদম চুপ ছিলেন। দুজনউ মাগুড়া ও নড়াইলের সংসদ সদস্য তারা বাংলাদেশ আওয়ামী লিগের। মাশরাফি একটি অনলাইন পোর্টালের ইন্টারভিউয়ের জানিয়েছেন, তিনি কোনো স্ট্যাটাস বা মতবাদ দিলে সেটা পক্ষ ও বিপক্ষ মত তৈরী হতো।
মাশরাফি মনে করেন, যেকোনো কথাই তখন ভিন্ন মিনিং তৈরী হয়ে আরও বিপদ হতে পারতো। সেজন্য তিনি কোনো কথা বলেননি। তবে তাকে পোড়াচ্ছে বেশ। কারণ এমন সময়ে তিনি মানুষের পাশে দাঁড়াতে পারেননি।
মাশরাফি বলেছেন,‘ এই কষ্ট থাকবেই। হয়তো আজীবন থাকবে। দেশের একটা ক্রাইসিসি মূহুর্তে পাশে থাকতে পারিনি, কিছু করতে পারিনি। এটা আমাকে সব সময় ভোগাবে, পোড়াবে। সব সময় থেকে যাবে।’