চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে মন খারাপ মিরাজের

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ১, ২০২৩, ১২:২০ এএম

চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে মন খারাপ মিরাজের

চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ সালে পাকিস্তানে। আইসিসি ক্রিকেট বিশ্বকাপে আটের মধ্যে থাকতে হবে টেবিলে। বাংলাদেশ ৭ ম্যাচ খেলে মাত্র ২টি পয়েন্ট অর্জন করেছে। ফলে আটে থাকাটা কঠিন তাদের জন্য। 

পাকিস্তানের কাছে হেরে সেমিফাইনালের আশা শেষ। মেহেদী হাসান মিরাজ কথা বলতে আসেন। তিনি বলেন,‘ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলব না, খারাপ লাগবে। আমরা কেউই খারাপ খেলতে চাই না। সবাই চেষ্টা করছি। কিন্তু এবার কোনো কিছুই পক্ষে থাকছে না। ভাগ্য সহায় হচ্ছে না। ব্যাটসম্যানরা যেখানেই শট খেলছে, ফিল্ডারের হাতে চলে যাচ্ছে। বোলিংয়ে কিছু না কিছু হচ্ছে। এ রকম কখনো হয়নি। গত তিন বছরে তো ওয়ানডে খেলেছি। ভাগ্য কম কাজ করছে।’

বাংলাদেশ ক্রিকেট দলের এখন সবাই হতাশ। মিরাজ বলেন,‘ হারলে তো স্বাভাবিকভাবেই সবার খারাপ লাগে। দিন শেষে ক্রিকেটে এসব মেনেই নিতে হবে। হারজিত তো থাকবেই।’

Link copied!