আগস্ট ১৮, ২০২৩, ০৮:২৬ পিএম
বাংলাদেশের ফুটবল অধিনায়ক জামাল আর্জেন্টিনার তৃতীয় বিভাগে খেলতে যাচ্ছেন। আর্জেন্টাইন ক্লাব সোল দা মায়োর হয়ে খেলবেন তিনি। এদিকে এশিয়ান গেমসের দলে তার থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছে। সেপ্টেম্বরে সোল দা মায়োর হয়ে তার খেলতে হবে। আর আগামী মাসে সূচি বেশ ব্যস্ত।
ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় এশিয়ান গেমসের সময় ক্লাবগুলো খেলোয়াড় ছাড়তে বাধ্য নয় কখনোই। বাংলাদেশের বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীই খেলোয়াড় ছাড়েনি। আর সেখানে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোল দা মায়োর জন্যও জামালকে না ছাড়ার সম্ভাবনাই বেশি। ফলে তার এশিয়ান গেমসে খেলা এখন অনেকটাই অনিশ্চিত।
দেড় বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জামাল। ১৫ হাজার ডলারে চুক্তিবদ্ধ হয়েছেন এই ফুটবলার। আর ৬ নম্বর জার্সিতেই খেলবেন এই ক্লাবে।