মার্চ ২১, ২০২৪, ০২:২২ পিএম
সিলেটে শুক্রবার (২২ মার্চ) শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলংকার প্রথম টেস্ট ম্যাচ। ওয়ানডে সিরিজ জয়ের পর আশাবাদী বাংলাদেশের ক্রিকেটাররা। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে স্বপ্নের কথা জানিয়েছেন।
২ টেস্টের সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। দ্বিতীয়টি রয়েছে চট্টগ্রামে। হাথুরুসিংহে বৃহস্পতিবার নিজের কথা জানিয়েছেন। তিনি বলেন,‘ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে আমাদের প্রত্যাশাটা বড়। ইতোমধ্যেই আমরা নিজ মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেছি। ঘরের মাঠে অধিকাংশ ম্যাচ জিততে পারলে শেষ পর্যন্ত চ্যাম্পিয়নশীপে আমাদের ভাল অবস্থানে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে। আমাদের সামনে দেশের বাইরে উপরের সারির কিছু দলের কয়েকটি সিরিজ আছে, যা সত্যিই চ্যালেঞ্জিং হবে।’
‘শ্রীলংকা একটি শক্তিশালী, অভিজ্ঞ দল। এ সিরিজটি আমাদের জন্য বেশ চ্যালেঞ্জ ছুড়ে দেবে। তবে আমরা প্রস্তুত।’
বাংলাদেশ দলের জন্য দু:সংবাদ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে পড়া আঙ্গুলের ইনজুরির কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।
মুশফিকের জায়গায় টেস্ট দলে সুযোগ পেয়েছেন ইতোমধ্যেই সাদা বলে নিজকে প্রতিষ্ঠিত করা তাওহিদ হৃদয়।
হাথুরু বলেন, অবশ্যই মুশিফিকের অভিজ্ঞতা বেশ ভালভাবেই আমরা টের পাব তবে সুযোগ কাজে লাগানোর জন্য আমরা তরুণ খেলোয়াড়দের সুযোগ দেব।