ডিসেম্বর ১৮, ২০২৩, ০৫:৩৯ পিএম
যুব এশিয়া কাপের শিরোপা জয়ের কারনে আগামী বছরের যুব ওয়ানডে বিশ্বকাপে দায়িত্ব অনেকখানি বেড়ে গেছে বলে মনে করেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি।
এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পড়ে আজ বিকেলে দেশে ফিরে সংবাদ মাধ্যমকে রাব্বি জানান, ভারত-পাকিস্তান ও শ্রীলংকার মত দলকে টপকে এশিয়া কাপের শিরোপা জয় অনেক বড় প্রাপ্তি।
বিমান বন্দর থেকে সরাসরি মোটর শোভাযাত্রার মাধ্যমে অনূর্ধ্ব-১৯ দলকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের একাডেমী ভবনে বীরোচিত সম্বর্ধনা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০১৯ সালে প্রথমবার এশিয়া কাপের ফাইনালে উঠলেও ভারতের কাছে ৫ রানে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গ হয় বাংলাদেশের। চার বছর পর এশিয়া কাপের শিরোপা জয়ের স্বাদ পায় বাংলাদেশ। গতকাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারায় রাব্বির দল। এই জয়কে অনেক বড় প্রাপ্তি হিসেবে দেখছেন রাব্বি।
সন্ধ্যায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ মাধ্যমকে রাব্বি বলেন, ‘প্রথমত আলহামদুলিল্লাহ। প্রথমবার আমরা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলাম। এটা আমাদের জন্য বড় প্রাপ্তি।’
আগামী ১৯ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হচ্ছে যুব ওয়ানডে বিশ্বকাপ। এশিয়া কাপ জয়ে বিশ্বকাপে দায়িত্ব বেড়ে গেছে বলে জানিয়ে রাব্বি বলেন, ‘সামনে থাকা বিশ্বকাপে আমাদের দায়িত্ব অনেক বেশি বেড়ে গেছে।’