অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। ৩ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ নিগার সুলতানা জ্যোতিদের। বাংলাদেশে বিশ্বকাপ হওয়ার কথা থাকলেও সেটা হচ্ছে আরবের বুকে।
বাংলাদেশের নারী দলের অধিনায়ক জ্যোতি মনে করেন পরিকল্পনা সবার বদলে গেছে। শারজা বা দুবাইয়ের পিচ ভাল মনে করেন তিনি।
এই বিশ্বকাপে সেমিফাইনালে যেতে কমপক্ষে তিনটি ম্যাচ জিততে হবে। অপর তিন প্রতিপক্ষ ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।
নিগার সুলতানা জ্যোতি অবশ্য ভাল খেলতে চান। সেমিফাইনাল নিয়ে তেমন ভাবছেন না। তিনি বলেন,‘ প্রথমত ম্যাচ জিততে চেষ্টা করব। ২০১৪ ছাড়া একটা বিশ্বকাপেও আমরা একটি ম্যাচও জিততে পারিনি। ভালো ক্রিকেট খেলেছি। তবে ভালো ক্রিকেট খেলার কোনও মানে নাই, যদি আপনি ম্যাচ জিততে না পারেন। প্রথমত চাই ম্যাচ জিততে। দ্বিতীয়ত যখন আমরা ফ্লো পাব, আমার কাছে মনে হয় আমাদের যে দল... অবশ্যই.. সেমিফাইনাল কে না খেলতে চায়।`