ইবাদত হোসেন চৌধুরির ওয়ানডে অভিষেক গত বছরের আগস্টে। সেই থেকে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে এই সংস্করণে সবচেয়ে বেশি উইকেট তার। এই সময়ে ১২ ম্যাচে তার শিকার ২২টি! সেই তিনি চোট নিয়ে প্রথমে এশিয়া কাপ এরপর বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন।
উইকেট শিকারি এই ইবাদতের অস্ত্রোপচার হচ্ছে লন্ডনে। যেটির মানে, তাকে পাওয়া যাবে না এবারের বিশ্বকাপে। বাংলাদেশের বিশ্বকাপ সম্ভাবনায় বড় এক ধাক্কা। স্রেফ পরিসংখ্যান দেখে যতটা মনে হচ্ছে, তার চেয়েও বড় এক ধাক্কা।
অস্ত্রোপচারের পর এবাদতকে ৯ মাস থাকতে হবে বিশ্রামে। বাধ্যতামূলকভাবেই থাকতে হচ্ছে ২২ গজ থেকে দূরে। আর একারণেই অবধারিতভাবে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে খেলার সম্ভাবনাটাও শেষ হয়ে গেলো ডানহাতি এই পেসারের।
যদিও প্রাথমিক অবস্থায় বিশ্বকাপ খেলে এরপর তিনি অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। অস্ত্রোপচারের আগ পর্যন্ত পুনর্বাসনের মাধ্যমে কমাতে চেয়েছিলেন ইনজুরির প্রকটতা।
তবে শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। বিশ্বকাপের আগেই তাকে যেতে হচ্ছে অস্ত্রোপচারের মধ্য দিয়ে।
লন্ডনে গিয়ে পরীক্ষা করানোর পর সেখানকার চিকিৎসকেরা এবাদতকে পুরোপুরি সুস্থ্য করে তুলতে অস্ত্রোপচার ভিন্ন অন্য উপায় খুঁজে পায়নি। যে কারণে অনিচ্ছা স্বত্বেও সিদ্ধান্ত পরিবর্তন করতে হয়েছে টাইগার এই পেসারের।
লন্ডনের স্থানীয় সময় বুধবার (৩০ আগস্ট) হাঁটুর অস্ত্রোপচার হয়েছে ডানহাতি এই পেসারের। অপারেশন থিয়েটারে প্রবেশের আগে নিজের ফেসবুক পেজে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
বিস্তারিত আসছে----