বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় নিশ্চিত

ইংল্যান্ডকে হারিয়ে শেষ চারের কাছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ৪, ২০২৩, ০৫:৩৫ পিএম

ইংল্যান্ডকে হারিয়ে শেষ চারের কাছে অস্ট্রেলিয়া

বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিদায় নিশ্চিত করে বিশ্বকাপ সেমিফাইনালের দৌঁড়ে বেশ ভালোভাবেই টিকে থাকলো অস্ট্রেলয়া। 

শনিবার বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে অস্ট্রেলিয়া ৩৩ রানে হারিয়েছে ইংলিশদের। এই জয়ে ৭ খেলায় ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থান ধরে রাখলো অসিরা। 

পক্ষান্তরে এই হারে বিশ্বকাপের সেমিফাইনাল খেলার  শেষ হয়ে গেল  ইংল্যান্ডের। সমানসংখ্যক ম্যাচে ২ পয়েন্ট নিয়ে দশ দলের টুর্নামেন্টে টেবিলের তলানিতেই থাকলো ইংল্যান্ড।
প্রথমে ব্যাট করে মার্নাস লাবুশেনের ৭১ রানে ৪৯ দশমিক ৩ ওভারে ২৮৬ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ১১ বল বাকী থাকতে ২৫৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।

Link copied!