উয়েফা চ্যাম্পিয়নস লিগ

ইউনাইটেডের বিদায়, রিয়ালের প্রত্যাবর্তন

স্পোর্টস ডেস্ক

ডিসেম্বর ১২, ২০২৩, ১০:১৩ পিএম

ইউনাইটেডের বিদায়, রিয়ালের প্রত্যাবর্তন

জয়সূচক গোলের পর বায়ার্ন মিউনিখের কোম্যান ছবি : উয়েফা

উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল ম্যানচেস্টার ইউনাইটেড। বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরেছে তারা ওল্ড ট্র্যাফোর্ডে। 

হ্যারি কেনের পাস থেকে কোম্যান ৭০ মিনিটে ডি বক্সে সুন্দর গোল করেন। ফলে ম্যানইউ গ্রুপের (এ) শেষে থেকে বিদায় নিল। এই গ্রুপের এফসি কোপেনহেগেন শেষ ষোলোতে চলে গেছে। বায়ার্ন ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে নকআউট পর্বে। 

এদিকে রিয়াল মাদ্রিদ পিছিয়ে থেকেও ৩-২ গোলে জিতেছে। জোসেলু জোড়া গোল করেছেন। অপর গোলটি সিবেলোসের। তারা আগেই শেষ ষোলোতে গেছে। ৬ ম্যাচের প্রতিটি জিতে পরের পর্বে তারা। রিয়ালের সঙ্গে নাপোলিও পরের রাউন্ডে। 

আর্সেনাল ১-১ গোলে আইন্দহোভেনের সঙ্গে ড্র করেছে। গানাররা আর আইন্দহোভেন নক আউট পর্বের টিকিট কেটেছে।  ইন্টারমিলান গোলশূন্য ড্র করেছে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে। দুটি ক্লাবই পরের পর্বে। 

 

Link copied!