ফিফা দ্য বেস্ট ও ব্যালন ডি‘অর গ্রহণযোগ্যতা হারিয়েছে : ক্রিস্টিয়ানো রোনালদো

স্পোর্টস ডেস্ক

জানুয়ারি ২১, ২০২৪, ০৭:১৯ পিএম

ফিফা দ্য বেস্ট ও ব্যালন ডি‘অর গ্রহণযোগ্যতা হারিয়েছে : ক্রিস্টিয়ানো রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো মনে করেন, ব্যালন ডি‘অর ও ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড গ্রহণযোগ্যতা হারিয়েছে। রোনালদো জানান, মেসি, হালান্ড বা এমবাপ্পে যেই পেয়ে থাকুক না কেন সেটা নিয়ে তার মাথা ব্যথা নেই।

ফিফা দ্য বেস্ট হয়েছেন লিওনেল মেসি। ব্যালন ডি‘অরও তিনি জেতেন। তবে ২০২৩ সালের পারফরম্যান্সের ভিত্তিতে অ্যাওয়ার্ড দেয়া হয়েছে। আর সেজন্য মেসি ২০২২ এ বিশ্বকাপ জেতেন। এখন মজার ব্যাপার হচ্ছে অ্যাওয়ার্ডে ফিফা বা ব্যালন ডি‘অর কতৃপক্ষের কিছু করার নেই। কারণ এই অ্যাওয়ার্ড ভোটে নির্ধারিত হয়। সাংবাদিক, অধিনায়ক, খেলোয়াড়, কোচ ও প্রেসিডেন্টরা ভোট দেন। 

রোনালদো অবশ্য বলেছেন,‘ ব্যালন ডি‘অর ও দ্য বেস্ট অ্যাওয়ার্ড গ্রহণযোগ্যতা হারিয়েছে। আপনি যদি পুরো মৌসুমে বিবেচনা করেন তো বুঝতে পারবেন। আমি বলছি না মেসি ডিজার্ভ করে না। আবার হালান্ড ও এমবাপ্পে পেলেও সমস্যা না। আমি আর এই অ্যাওয়ার্ডে আস্থা রাখি না। 

 

Link copied!