নভেম্বর ২৬, ২০২৩, ০৫:২৯ পিএম
বাইসাইকেল কিকে এভারটনের বিপক্ষে গোল করছেন গারানচো ছবি : সংগৃহীত
ইংলিশ প্রিমিয়ার লিগে চমক দেখালেন ম্যানচেস্টার ইউনাইটেডের গারানচো। তিনি এভারটনের বিপক্ষে বাই সাইকেল কিকে গোল করেন রবিবার। আর এই গোলটি তারই আইডল ক্রিস্টিয়ানো রোনালদোর মত। আবার এমন গোল ম্যানচেস্টারের হয়ে করেছেন ওয়েইন রুনিও।
গারানচো ও ক্রিস্টিয়ানো একসঙ্গে খেলেছেন। আর্জেন্টিনার ফুটবলার এই গারানচো। কিন্তু সে আইডল মানে রোনালদোকে। এমনকি এই গোলের পর রোনালদোর সেলিব্রেশনও করেছেন।
রোনালদো এখন আল নাসেরে খেলেন। জুভেন্টাসের বিপক্ষে তখন খেলতেন। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় এমন বাইসাইকেল কিকে গোল করেছিলেন।