লা লিগা

বার্সেলোনাকে হারিয়ে গিরোনার ইতিহাস

স্পোর্টস ডেস্ক

ডিসেম্বর ১১, ২০২৩, ১১:৩৩ এএম

বার্সেলোনাকে হারিয়ে গিরোনার ইতিহাস

স্প্যানিশ লা লিগায় বড় চমকের নাম গিরোনা। রবিবার রাতে বার্সেলোনাকে ৪-২ গোলে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে গেছে তারা। ইতিহাসে এই প্রথম বার্সেলোনাকে হারিয়েছে গিরোনা। চমকে গেছে ফুটবল বিশ্ব। 

গিরোনা এখন ১৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার অবস্থান চতুর্থ। তাদের পয়েন্ট ৩৪।

এই ম্যাচের ১২ মিনিটে গোল করেন গিরোনার আরটেম। ১৯ মিনিটে রবার্ট লেভানডভস্কি সেটা শোধ করে দেন। এরপর গিরোনার মিগুয়েল ও ভ্যালেরি ৩-১ এ নিয়ে যান স্কোর কার্ড ৮০ মিনিটে। 

বার্সেলোনার গুন্ডোগান একটি গোল করেন যোগ করা সময়ে (৯০+২)। গিরোনার স্টুয়ানি আবার স্কোর করলে ব্যবধান ৪-২ হয়ে যায়।  

Link copied!