বাংলাদেশের হয়ে খেলবেন হামজা চৌধুরী। ফিফা তাকে খেলার অনুমতি দিয়েছে। বর্তমানে তিনি লেস্টার সিটিতে খেলেন।
ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলেছেন তিনি। তবে জাতীয় দলের হয়ে কখনো অভিষেক হয়নি। সেই হামজা এবার বাংলাদেশে খেলবেন।
আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জার্সিতে তার অভিষেক হতে পারে। হামজার মা সিলেটের হবিগঞ্জের। কিন্তু হামজা সিলেটে বড় হয়েছেন।
এক বিজ্ঞপ্তিতে বাফুফে জানায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছে যে, হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলার অনুমতি পেয়েছেন। ফিফার ফুটবল ট্রাইব্যুনালের প্লেয়ার স্ট্যাটাস চেম্বার এই সিদ্ধান্ত জানিয়েছে। হামজা চৌধুরী নিজেও ফেসবুকের ওয়ালে দেওয়া এক ভিডিও বার্তায় বলেছেন, ‘সব কিছু ঠিকমতো চলছে। বাংলাদেশের হয়ে খেলতে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। আশা করছি শিগগিরই দেখা হবে।