এপ্রিল ৩, ২০২৪, ০৪:০৭ পিএম
অস্ট্রেলিয়া নারী দল এই প্রথম পুরো সিরিজ খেলতে বাংলাদেশে। এ বছর টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। ওয়ানডে সিরিজ শেষ। টি টোয়েন্টি শেষের পথে। এর মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাওয়াত দিলেন দুদলের নারী ক্রিকেটারদের। অ্যালিসা হিলি ও নিগার সুলতানা জ্যোতি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করে মুগ্ধধা প্রকাশ করেন।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী ক্রিকেটারদের গণভবনে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আমন্ত্রণে বুধবার (৩ মার্চ) দুপুরে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। এই সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের নারী দলকে প্রেরণা দেন। পাশাপাশি নারী দলের প্রত্যেককে উপহার তুলে দেন শেখ হাসিনা।
এ সময় ক্রীড়ামন্ত্রী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল উপস্থিত ছিলেন সেখানে।