অস্ট্রেলিয়ার ৬ উইকেটে হার

পথ হারায়নি ভারত

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ৮, ২০২৩, ১১:৩৮ পিএম

পথ হারায়নি ভারত

মিচেল মার্শ বিরাট কোহলির ক্যাচ ফেলেছেন। হোটেল রুমে গিয়ে আফসোস করবেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। কারণ কোহলি ও লোকেশ রাহুল ভারতকে সহজ জয় এনে দেন। 

অস্ট্রেলিয়াকে বিশ্বকাপের ম্যাচে ৬ উইকেটে হারাল ভারত। লোকেশ রাহুল ৯৭ রানে অপরাজিত ছিলেন। ম্যাচসেরা হন এই ডান হাতি ব্যাটার। 

২ রানে ৩ উইকেট হারানো ভারতকে পথ দেখান কোহলি ও রাহুল। চতুর্থ উইকেটে ১৬৫ রানের জুটি ভারতকে চেন্নাইয়ের এই মাঠে জয় এনে দেয়। 

কোহলি ৮৫ রান করে আউট হন। কিন্তু ভারত তখন জয় দেখছে। কোহলি আরও একবার কঠিন সময়ে ভারতকে বাঁচিয়ে নিয়ে গেলেন। 

অস্ট্রেলিয়া ১৯৯ রানে গুটিয়ে যায়। অস্ট্রেলিয়া বোলিংয়ে এসে আগুন ধরিয়ে দেয়। জশ হ্যাজলউড রোহিত ও আয়ারকে শূন্য রানে ফেরান। 

স্টার্ক প্রথমেই কিশানকে (০) আউট করেন। এর পরের দুটি আক্রমণ হ্যাজলউডের। ভারতের মুখ শুকিয়ে গিয়েছিল। কিন্তু কোহলি ও রাহুল ম্যাচ বের করে নিয়ে আসেন। 

মিচেল মার্শ কোহলির ক্যাচ ড্রপ করেন। এটা না হলে অস্ট্রেলিয়া জয়ের পথে যাওয়ার চেষ্টা করতে পারতো হয়তো। সেটা অবশ্য হয়নি। 

ভারত জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে। এর আগে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়া। ৪৯.৩ ওভারে সবকটি উইকেট হারায় তারা ১৯৯ রানে। 

রবিন্দ্র জাদেজা ৩টি ও কুলদীপ যাদব ২টি উইকেট পান। জসপ্রিত বুমরাহ দারুণ স্পেল করেছেন। ৩৫ রানে তিনি ২টি উইকেট নেন। 

অস্ট্রেলিয়ার হয়ে ওয়ার্নার ৪১, স্মিথ ৪৬ , লাবুসেন ২৭ ও স্টার্ক ২৮ রান করেন। ভারতীয় স্পিন ও পেসে ধরাশায়ী ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।  

Link copied!