বৃষ্টিতে ভেসে রিজার্ভ ডেতে ভারত-পাকিস্তান ম্যাচ

স্পোর্টস ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২৩, ০৯:২৯ পিএম

বৃষ্টিতে ভেসে রিজার্ভ ডেতে ভারত-পাকিস্তান ম্যাচ

ছবি: ক্রিকইনফো

এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল। এবার সুপার ফোরের ম্যাচটিও বৃষ্টির কারণে নির্ধারিত দিনে সম্পন্ন করা গেল না। অবশেষে রিজার্ভ ডে-ই ভরসা।

সোমবার রিজার্ভ ডে’তে ম্যাচটির বাকি অংশ আয়োজিত হবে।

রিজার্ভ ডে’তে ম্যাচ হওয়ায় নিয়ম অনুযায়ী, যেখান থেকে খেলা শেষ হয়েছে সেখান থেকে পুরো ম্যাচই মাঠে গড়াবে। 

অর্থাৎ ২৪.১ ওভার ব্যাটিং করা ভারত সোমবার বাকি ২৫.৫ ওভার ব্যাটিং করবে। এরপর বৃষ্টি না হলে পুরো ৫০ ওভার খেলবে পাকিস্তানও।

এর আগে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে দুই উইকেট হারিয়ে ২৪.১ ওভার শেষে ১৪৭ রান তুলে ভারত। ১৬ বলে ৮ রানে কোহলি ও ২৮ বলে ১৭ রান নিয়ে অপরাজিত রয়েছেন রাহুল। 

গ্রুপপর্বে শাহিন শাহ আফ্রিদিদের কাছে ধরা খেলেও সুপার ফোরে পাকিস্তানি বোলারদের ওপর দিয়ে ঝড় বইয়ে দিয়েছেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। ঝড় শুরু করে দুই ওপেনার ফিরে গিলে বিরাট কোহলি ও লোকেশ রাহুল এসে একের পর এক বল ডট দিতে থাকেন।

উদ্বোধনী জুটিতে গিল ও রোহিত মিলে গড়েন ১২১ রানের জুটি, রোহিতকে ফিরিয়ে তাদের জুটি ভাঙেন শাদাব খান। ৪৯ বলে ৫৬ রান করেন ভারতীয় ওপেনার। স্কোর বোর্ডে আর ২ রান যোগ হওয়ার পরই গিলকে তুলে নেন আফ্রিদি। ৫২ বলে ৫৮ রান করেন গিল।

Link copied!