সিডনি টেস্ট

জামাল ও রিজওয়ানে পাকিস্তানের ৩১৩

স্পোর্টস ডেস্ক

জানুয়ারি ৩, ২০২৪, ০৭:৫৯ এএম

জামাল ও রিজওয়ানে পাকিস্তানের ৩১৩

আমির জামালের ৮২ রানের ইনিংসে পাকিস্তান লড়াই করার পুঁজি পায় আজ সিডনিতে ছবি : টুইটার

সিডনিতে বুধবার ভোরে শুরু হয়েছে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট। উদ্বোধনী দিনে টসে জিতে পাকিস্তান ৩১৩ রানে অলআউট হয়। জবাবে অস্ট্রেলিয়া দিন শেষ করেছে বিনা উইকেটে ৬ রান করে। বিদায়ী টেস্ট খেলতে নামা ওয়ার্নার ৬ রানে অপরাজিত রয়েছে উসমান খাজার সঙ্গে (০)। 

৩ টেস্টের সিরিজ। অস্ট্রেলিয়া পার্থ ও মেলবোর্নে জিতে ২-০ তে লিড নিয়েছে। পাকিস্তানের হোয়াইটওয়াশ এড়ানোর মিশন এটা। 

পাকিস্তানের শুরুটা ভাল হয়নি সিডনিতেও। ৪ রানে ২ উইকেট হারায় তারা। দুই ওপেনার আব্দুল্লাহ শফিক (০) ও সায়েম (০) রানের খাতাই খুলতে পারেননি। 

বাবর আজম ২৬ রানে আউট। প্যাট কামিন্সের শিকার তিনি। রিজওয়ান, আগা সালমান ও আমির জামাল পাকিস্তানের নায়ক। রিজওয়ান ৮৮, আমির জামাল ৮২ ও আগা ৫৩ রান করেন। 

প্যাট কামিন্স ৬১ রানে ৫ উইকেট নেন।  

Link copied!