ঢাকার চেয়ে বাতাস বেশি, ঠা-াও রয়েছে অনেক মেলবোর্নে। জামাল ভূঁইয়াদের জন্য প্রতিকূল আবহাওয়াই বটে। বিশ্বকাপ বাছাই পর্বে শনিবার অস্ট্রেলিয়ায় খেলতে গিয়ে এমন আবহাওয়ায় কিছুটা বিচলিত বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ২০ ঘণ্টা ভ্রমন ক্লান্তি দূর করতে রোববার কোন অনুশীলন সেশন রাখেননি স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা।
শিষ্যদের রিকভারি সেশন করিয়েছেন তিনি। আজ থেকে বল নিয়ে অনুশীলন শুরু করবেন জামালরা। কাল এক ভিডিও বার্তায় কোচ বলেন, ‘ভ্রমণ দীর্ঘ ছিল। তাই আজ (গতকাল) সকালের নাস্তা শেষে বিশ্রাম দেওয়া হয়েছিল। মাঠে অনুশীলন করানো হয়নি। হোটেলেই রিকভারি সেশন করিয়েছি।’ তিনি যোগ করেন, ‘এখানে আবহাওয়ার ভিন্নতা রয়েছে। মেলবোর্নে প্রচুর বাতাস এবং ঠান্ডাও অনেক। ম্যাচটি অস্ট্রেলিয়ান সময় রাত আটটায় হওয়ায় তখন আরো ঠান্ডা থাকবে।’ ডিফেন্ডার রহমত মিয়াও কোচের সঙ্গে একমত, ‘আমরা এখানে কয়েক দিন আগে এসেছি। আমাদের জন্য ভালই হয়েছে। আবহাওয়া সব কিছু মানিয়ে নিতে সুবিধা হবে। তিন দিন এখানে বিরুপ আবহাওয়ার মধ্যে অনুশীলন করার সুযোগ পাব।’ বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান বলেন, ‘বাংলাদেশ দলের সবাই ভালো এবং সুস্থ রয়েছে। বাংলাদেশের সঙ্গে পাঁচ ঘন্টা সময়ের ব্যবধান, তাই ঘুমের খানিকটা ঘাটতি হচ্ছে।’ বৃহস্পতিবার মেলবোর্নের অ্যামি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্ব শুরু করবে বাংলাদেশ। জামাল ভূঁইয়াদের আই-গ্রুপের বাকি দুই দল ফিলিস্তিন এবং লেবানন। দেশে ফেরার পর বিশ্রাম পাবেন না জামাল ভূঁইয়ারা, ২১ নভেম্বর ঢাকায় লেবাননের বিপক্ষে কিংস অ্যারেনায় খেলবেন তারা।
লেবানন ঢাকায় আসার আগে খেলে আসবে ফিলিস্তিনের বিপক্ষে। ইসরায়েল ও হামাস ইস্যুতে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামার কারণে লেবাননের হোম ম্যাচটি হবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে। বাংলাদেশ ফিলিস্তিনের বিপক্ষে লড়বে আগামী বছর ২১ মার্চ।