ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচ

বাংলাদেশের ফুটবল দলে ফিরলেন জিকো ও তপু

স্পোর্টস ডেস্ক

ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ০৮:৩৪ পিএম

বাংলাদেশের ফুটবল দলে ফিরলেন জিকো ও তপু

ফিলিস্তিনের বিপক্ষে আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচের জন্য আনুষ্ঠানিকভাবে গতকাল ২৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অনেক দিন পর জাতীয় দলে ফিরেছেন ডিফেন্ডার তপু বর্মণ ও গোলরক্ষক আনিসুর রহমান জিকো। এএফসি কাপের খেলা শেষে দেশে ফেরার সময় দলীয় শৃঙ্খলা ভঙ্গজনিত কারণে ক্লাব বসুন্ধরা কিংস কর্তৃক শাস্তি পেয়েছিলেন তারা। ফলে গত অক্টোবরে মালদ্বীপের বিপক্ষে দলে জায়গা পাননি এ দুই ফুটবলার। এবার ফিলিস্তিনের বিপক্ষে তাদের দলে রেখেছেন কোচ হ্যাভিয়ের কাবরেরা। 

নতুন ঘোষিত দলে জায়গা পেয়েছেন তিন নতুন মুখ। তারা হলেনÑ কাজেম কিরমানি শাহ, রাব্বি হোসেন রাহুল ও তাজউদ্দিন। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির হয়ে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত হামজা দেওয়ান চৌধুরীর নাম প্রাথমিক দলে নেই। বাংলাদেশের হয়ে এই প্রবাসী ফুটবলার খেলবেন বলে জানা গিয়েছিল।
নবীনদের মধ্যে বাংলাদেশ পুলিশ এফসিতে খেলা মিডফিল্ডার কাজেম সাবেক ক্রিকেটার হালিম শাহর ছেলে। চলতি প্রিমিয়ার লিগের প্রথম লেগের ৯ ম্যাচেই খেলেছেন তিনি। একটি গোলও রয়েছে তার। অন্যদিকে লিগে ৯ ম্যাচে ৫ গোল করে জায়গা করে নিয়েছেন ১৭ বছরের রাব্বি হোসেন রাহুল। ব্রাদার্স ইউনিয়ন কোনো ম্যাচ না জিতলেও রাহুল নিজেকে আলাদাভাবে মেলে ধরেছেন। জাতীয় দলে নিয়মিত খেলা সাদ উদ্দিনের ছোট ভাই তাজউদ্দিন দলে ডাক পেয়েছেন। শেখ জামাল ধানমন্ডি ক্লাবে রাইটব্যাক পজিশনে খেলছেন তিনি। এ ছাড়া প্রাথমিক দলে আবারও ফিরেছেন মোহামেডানের উইঙ্গার শাহরিয়ার  ইমন ও শেখ রাসেলের চন্দন রায়। এর আগে কাবরেরার প্রাথমিক দলে ডাক পাওয়া ফর্টিজের উইঙ্গার আরমান ফয়সাল আকাশকেও দলে রাখা হয়েছে। 

ইনজুরির কারণে শেখ মোরসালিন দলে না থাকায় ফরোয়ার্ড লাইনে রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ও সুমন রেজার সঙ্গে থাকছেন ব্রাদার্সের তরুণ রাহুল। মাহবুবুর রহমান সুফিলকে শুরুতে বিবেচনায় নেওয়া হলেও দলে নেই। ইনজুরির কারণে দলে নেই তারিক কাজীও। দলে জায়গা হারিয়েছেন উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিম। প্রাথমিক দল নিয়ে আগামী ২ মার্চ সৌদি আরবের উদ্দেশ্যে বিমান ধরবেন ফুটবলাররা। সেখানে ১৫ দিনের ক্যাম্প গড়বে বাংলাদেশ দল। সৌদি আরব থেকেই কুয়েতে চলে যাবে দল। সেখানে ২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৬ মার্চ ঢাকা হোম ম্যাচ রয়েছে।

বাংলাদেশ প্রাথমিক ফুটবল দল : 
গোলকিপার- মিতুল মারমা, মেহেদি হাসান শ্রাবণ, আনিসুর রহমান জিকো ও মাহফুজ হাসান প্রীতম, রক্ষণভাগ- তপু বর্মণ, সাদ উদ্দিন, বিশ্বনাথ ঘোষ, হাসান মুরাদ, শাকিল হোসেন, রহমত মিয়া, ইসা ফয়সাল ও তাজউদ্দিন, মধ্যমাঠ- সোহেল রানা, সোহেল রানা (জুনিয়র), মজিবুর রহমান জনি, জামাল ভুঁইয়া, কাজেম কিরমানি শাহ, রবিউল হাসান, মোহাম্মদ হৃদয়, শাহরিয়ার ইমন, চন্দন রয় ও জায়েদ আহমেদ এবং আক্রমণভাগ- রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, সুমন রেজা, রাব্বী হোসেন রাহুল, আরমান ফয়সাল আকাশ ও রফিকুল ইসলাম।
 

Link copied!