বিরাট কোহলির বিধ্বংসী সেঞ্চুরিতে পুনেতে বাংলাদেশকে ৭ উইকেটে হারাল ভারত। কোহলি ৯৭ বলে ১০৩ রান করে জেতান দলকে।
বাংলাদেশ ২৫৬ রান রান তুলেছিল। জবাবে ভারত ৪১.৩ ওভারে জয় নিশ্চিত করে (২৬১/৩)। কোহলি অপরাজিত ছিলেন ও ম্যাচসেরা হন।
কোহলি ছয় মেরে জয় নিশ্চিত করার পাশপাশি সেঞ্চুরিও তুলে নেন। ভারত টানা ৪ জয় তুলে নিল বিশ্বকাপে সেমিফাইনালের সুবাস পাচ্ছে দলটি। আর বাংলাদেশ টানা ৩ ম্যাচ হারল। আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ।
ওয়ানডেতে কোহলির সেঞ্চুরি ৪৮টি হয়ে গেছে। শচিন ৪৯টি নিয়ে শীর্ষে রয়েছেন। সে রেকর্ড স্পর্শ করার পথে রয়েছেন কোহলি।
আগের দুই ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ। সেমিফাইনালের আশা বেশ ফিঁকে হয়ে গেছে।
দুই ওপেনার তানজিদ হাসান ও লিটন দাসের জোড়া হাফ-সেঞ্চুরির পর শেষ দিকে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং দৃঢ়তায় ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ২৫৬ রান করে বাংলাদেশ।
লিটন ৬৬, তানজিদ ৫১ ও মাহমুদুল্লাহ রিয়াদ ৪৬ রান করেন। জবাবে বিরাট কোহলির অনবদ্য ১০৩ রানে ৫১ বল বাকী রেখে বিশ্বকাপে টানা চতুর্থ জয়ের স্বাদ পায় ভারত। এতে ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে টেবিলের দ্বিতীয়স্থানে থাকলো ভারত। ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে টেবিলের শীর্ষে নিউজিল্যান্ড।
৪ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে নেমে গেল বাংলাদেশ।