নভেম্বর ২০, ২০২৩, ০৩:২৫ পিএম
ফিফা প্রীত ম্যাচ কিংবা এএফসি কাপ- কিংস অ্যারেনা মানেই বাংলাদেশের সৌভাগ্যের প্রসূতি। জাতীয় দল বা ক্লাব দল- এই মাঠে হারেনি কেউই। বিশ্বকাপ বাছাই পর্বে অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলের বড় ব্যবধানে হারলেও কিংস অ্যারেনা বলেই মঙ্গলবার (২১ নভেম্বর) লেবাননের বিপক্ষে আশাবাদি বাংলাদেশ।
আই-গ্রুপে দ্বিতীয় ম্যাচে পশ্চিয় এশিয়ার এই দেশটির মুখোমুখি হচ্ছেন জামাল ভূঁইয়ারা। কিংস অ্যারেনায় সন্ধ্যা পৌঁনে ছয়টায় শুরু হবে ম্যাচটি। টি-স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে।
ধারে-ভারে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে লেবানন। ফিফা র্যাংকিংয়ে তাদের অবস্থান ১০৪, যেখানে লাল সবুজদের দল রয়েছে ১৮৩তম স্থানে। দু’দলের তিনবারের মুখোমুখিতে দু’বার পশ্চিয় এশিয়ার দেশটি এবং একবার জিতেছে বাংলাদেশ। তবে কিংস অ্যারেনা বলেই আশাবাদি বাংলাদেশ। নইলে যে লেবাননের কাছে মাস চারেক আগে ২-০ গোলে হেরেছিল লাল সবুজরা, ভেন্যু কিংস অ্যারেনা বলেই লেবাননের বিপক্ষে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হাভিয়ের কাবরেরা।
অস্ট্রেলিয়ার সেই স্মৃতি ভুলে যেতে চান। জামাল বলেছেন,‘ আমাদের কাছে এই ম্যাচটি বেশি গুরুত্বপূর্ণ। কারণ অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরেছি। এম্যাচ না জিতলে অনেক কথা হবে। তবে অস্ট্রেলিয়া হচ্ছে বিশ্বমানের। আর আমরা কেবল প্রসেসে। ওরা বিশ্বকাপে ভাল করেছে। ফলে আমাদের এই ম্যাচটি ভাল করতে হবে। আমাদের এই বিশ্বকাপের বাছাইয়ে ফিলিস্তিন ও লেবাননের বিপক্ষে ভাল খেলতে হবে। আর এটাই আমাদের লক্ষ্য। অস্ট্রেলিয়ার ওই ফুটবলারদেও ফিজিক অনেক হাই। তারা মানসিকভাবেও দুর্দান্ত। ফলে আমাদের স্পেস পেতে সমস্যা হয়েছে।
রাকিব কার্ডের জন্য খেলতে পারছেন না। এ ব্যাপারে জামাল বলেন,‘ আমরা সেভাবে এটা জানতাম না। সেজন্য এমন হয়েছে। তবে আমরা অফিসিয়ালের কাছে জিগেস করেছিলাম। তারা সেভাবে বলেনি কিছু।