আগস্ট ১৭, ২০২৪, ০৬:৪৪ এএম
ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন ফুটবলার জয়ের নায়ক। ছবি: এক্স
জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ মৌসুমের শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডে ১-০ গোলের জয় কষ্টার্জিত। তবে চমক হচ্ছে জয়ের নায়ককে নিয়ে।
ইউনাইটেডের হয়ে প্রথম খেলতে নামেন জশুয়া জির্কজি। আর প্রথম ম্যাচেই জয়সূচক গোলটি তার। ৩৬ মিলিয়ন পাউন্ডে তাকে আনা হয়েছে। ২৩ বছর বয়সী এই নেদারল্যান্ডসের ফুটবলার চমক দেখালেন ম্যাচের ৮৭ মিনিটে।
গারনাচোর অ্যাসিস্ট থেকে গোল করেন তিনি। ফুলহ্যাম শেষ ভাল লড়াই করেও হেরে গেল ম্যাচটিতে।