অলিম্পিক নারী ফুটবলে ব্রাজিলের হার

লাল কার্ড দেখে কাঁদলেন মার্তা

স্পোর্টস ডেস্ক

জুলাই ৩১, ২০২৪, ০৬:৩১ পিএম

লাল কার্ড দেখে কাঁদলেন মার্তা

লাল কার্ড দেখে কেঁদে ফেলেন মার্তা। ছবি: এক্স

ব্রাজিলের নারী ফুটবলে কিংবদন্তি মার্তা। বুধবার প্যারিস অলিম্পিকে লাল কার্ড দেখে কাঁদলেন তিনি। ২২ বছর ধরে তিনি খেলছেন। হয়তো এটাই শেষ ম্যাচ তার। অলিম্পিকের পর অবসর নেবেন জানিয়ে দিয়েছেন।

স্পেনের ম্যাচে ২-০ গোলে হেরেছে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে যাওয়ার আশা অল্প রয়েছে। ব্রাজিল শেষ আটে গেলে মার্তা আরও একটি ম্যাচ খেলতে পারবেন। ম্যাচের ৪৫ মিনিটে ফাউল করেন ৩৮ বছর বয়সী মার্তা। আর সরাসরি লাল কার্ড দেখেন।

এই প্যারিস অলিম্পিকে ব্রাজিল ১-০ গোলে নাইজেরিয়াকে হারিয়ে শুরু করে। এরপর তারা জাপানের কাছে ২-১ গোলে হেরে যায়। আবার হার দেখেছে ব্রাজিলের নারী দল। 

ব্রাজিলের পুরুষ দল কোয়ালিফাই করেনি। ফলে নারী দল আশা দেখাচ্ছে দক্ষিণ আমেরিকানদের।  

Link copied!