চোট নিয়ে মাশরাফির হতাশা ও আশরাফুলের খোঁচা

স্পোর্টস ডেস্ক

জানুয়ারি ২৩, ২০২৪, ০৫:৪৫ পিএম

চোট নিয়ে মাশরাফির হতাশা ও আশরাফুলের খোঁচা

মাশরাফিকে একাদশে রাখায় সিলেট স্ট্রাইকার্সের সমালোচনা করেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তিনি জানান, ফ্র্যাঞ্চাইজির এমন সিদ্বান্ত টুর্নামেন্টকে ছোট করছে। তার মতে, যেহেতু পুরো বিশ্ব টুর্নামেন্টটি দেখছে সেহেতু এটি ভুল বার্তা দিচ্ছে। আশরাফুল বলেন, ‘সে (মাশরাফি) আসলে খেলতে চায়নি কিন্তু ফ্র্যাঞ্চাইজি চায় সে খেলুক, মাঠে থাকুক। এই ধরনের ভাবনা টুর্নামেন্টকে ছোট করছে। কারণ এটি আমাদের প্রধান টুর্নামেন্ট এবং এটি বিশ্বের সবাই দেখছে।’
আশরাফুল আরও বলেন, একাদশে মাশরাফি থাকায় রেজাউর রহমান রাজার মতো তরুণ খেলোয়াড়কে প্রতিযোগিতামূলক ম্যাচের অভিজ্ঞতা থেকে বঞ্চিত করা হচ্ছে।
তিনি  বলেন, ‘সে ছোট রান আপ নিয়ে খেলছে। যদিও প্রথম বলে উইকেট পেয়েছে, কিন্তু (এটি তার দলে থাকাকে সমর্থন করে না)। মাশরাফি খেলার কারনে রাজা প্রতিযোগিতামূলক ম্যাচের অভিজ্ঞতা পাচ্ছে না। রাজা একজন প্রশ্রিুতিশীল খেলোয়াড় এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ কাছাকাছি চলে আসায়, তাকে ম্যাচ খেলতে হবে।’
মাশরাফি এ বিষয়টি অস্বীকার করেননি। তিনি বলেন, ‘কে একাদশে খেলবে, তা নির্ভর করে দলের উপর। তবে আদর্শ পরিস্থিতিতে এটি হওয়া উচিত (একজন তরুণ খেলোয়াড়ের খেলা উচিত)।’

Link copied!