ম্যাক্সওয়েলের ঝড় দেখেছে অ্যাডিলেড ছবি : টুইটার
অ্যাডিলেডে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েল ঝড় বইয়ে দিলেন। ওয়েস্ট ইন্ডিজ অবশ্য এই ঝড় সামলে ম্যাচটি জেতেনি।
অস্ট্রেলিয়া ৩৪ রানে ম্যাচ জিতেছে। ৩ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ২-০ তে লিড নিয়েছে স্বাগতিকরা। ম্যাচ সেরা ম্যাক্সওয়েল।
৫৫ বলে ১২০ রান করে অপরাজিত ছিলেন তিনি। ১২টি চার ও ৮টি ছয় মেরেছেন তিনি। অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে ২৪১ রান তোলে।
জবাবে ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে ২০৭ রানে থামে।