এপ্রিল ১৬, ২০২৪, ০৯:০৬ পিএম
জোড়া গোল করে প্যারিস সেইন্ট জার্মেইয়ের জয়ের নায়ক কিলিয়ান এমবাপ্পে ছবি : টুইটার
কল্পনাকে ছাড়িয়ে গেলেন কিলিয়ান এমবাপ্পে। জোড়া গোল করলেন। প্যারিস সেইন্ট জার্মেইকে নিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে। শেষ আটের দ্বিতীয় লেগে পিএসজি ৪-১ ব্যবধানে জিতেছে।
প্রথম লেগে বার্সেলোনা ৩-২ ব্যবধানে জয় পেয়ে স্বস্তিতে ছিল। কোয়ার্টার ফাইনালে দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে জয় পিএসজির।
একটি লাল কার্ড ম্যাচের চেহাড়া বদলে দেয়। বার্সেলোনা ৪-২ গোলে লিডও পেয়েছিল। ন্যু ক্যাম্পে ১২ মিনিটে গোল করেন রাফিনহা। কিন্তু ২৯ মিনিটে লাল কার্ড দেখেন আরাউজো। এরপর পিএসজি ঘুরে দাঁড়ায়। ১০ জনের বার্সেলোনার জন্য লড়াই কঠিন হয়ে যায়। রেফারি আর একটু নমনীয় হতে পারতেন।
৪০ মিনিটে পিএসজির হয়ে উসমান ডেম্বেলে গোল করেন। ভিটিনহা ৫৪ মিনিটে গোলে নাম লেখান। এরপর কিলিয়ান এমবাপ্পে পেনাল্টি থেকে ৬১ মিনিটে গোল করে পিএসজিকে লিড এনে দেন। ৮৯ মিনিটে আবারও গোল করে স্কোর লাইন নিয়ে যান ৬-৪ এ।