সেপ্টেম্বর ১৭, ২০২৪, ০১:২১ পিএম
কিলিয়ান এমবাপ্পে কিশোর বয়সে ফিফা বিশ্বকাপ জিতেছেন ফ্রান্সের হয়ে। ২০১৮ সালে রাশিয়ার মস্কোতে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের পর এই কৃতিত্ব দেখান তিনি। কিন্তু প্যারিস সেইন্ট জার্মেইয়ের হয়ে চ্যাম্পিয়নস লিগ জিততে পারেননি কখনও। মেসি নেইমারকে পাশে পেয়েও সেটা হয়নি তার।
আজ চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে শুরু হচ্ছে। আর শুরুর দিন মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। মাদ্রিদ এমবাপ্পের স্বপ্নের ক্লাব। এখানে চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচ খেলতে চলেছেন তিনি। রিয়ালের জার্সিতে স্বপ্ন পূরণ হবে তো তার!
সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ ও স্টুগার্ট বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে (বুধবার)। রিয়াল মাদ্রিদ গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিতেছে। আবার শিরোপা লড়াইয়ে নামছে তারা।
এদিকে রাতে এসি মিলান ও লিভারপুলের মহারণ। বায়ার্ন মিউনিখ খেলবে ডিনামো জাগরেবের বিপক্ষে। প্রতিটি ম্যাচ রাত ১টায় শুরু হবে।