এপ্রিল ১৬, ২০২৪, ০৫:১৮ এএম
কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে সামনে মৌসুমে যাবেন। এমন গুঞ্জন পুরনো হয়ে গেছে। প্যারিস সেইন্ট জার্মেই তাকে ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এমবাপ্পেও সরাসরি কিছু বলেননি। তবে তার রিয়ালে খেলা স্বপ্ন এটা সবাই জানেন। তিনি অনেক মাধ্যমে বলেছেনও।
এই গুঞ্জন গত কয়েক সিজন ধরে চলছে। পিএসজি চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-২ গোলে হেরেছে বার্সেলোনার কাছে। আজ দ্বিতীয় লেগের খেলা ন্যু ক্যাম্পে। বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচ শুরু হবে। এক গোলে পিছিয়ে তারা। অ্যাওয়ে গোলের রুলসও নাই। আজ পিএসজি বিদায় নিলে, এমবাপ্পে আর থাকবেন কিনা সেটা প্রশ্ন। ২০১৮ সালে বিশ্বকাপ জিতেছেন তিনি। ২০২২ সালে ফাইনালে আর্জেন্টিনার সাথে হারের আগে করেছেন হ্যাটট্রিক। এখনও তিনি চ্যাম্পিয়নস লিগ জেতেননি। সে জন্য হলেও তিনি পিএসজি ছাড়তে চাইতেই পারেন।
এমবাপ্পে ম্যাচের গতি পালটে ফেলতে পারেন যেকোনো সময়। পিএসজি সে আশায় আছে। এখনও চ্যাম্পিয়নস লিগ জেতেনি এই ক্লাব। ফলে তারাও এমবাপ্পের দিকেই তাকিয়ে। এবারও ব্যর্থ হলে তিনি আর পিএসজিতে থাকবেন সেটা অনিশ্চিত। ক্যারিয়ারে ১টা চ্যাম্পিয়নস লিগ তো সবাই চায়।