চলতি বছর কোপা আমেরিকা রয়েছে জুনে। মেসি ও ডি মারিয়া সেখানে খেলবেন। জুলাইয়ের শেষে অলিম্পিক রয়েছে প্যারিসে। ডি মারিয়া জানিয়েছিলেন, কোপা আমেরিকার পর আর আন্তর্জাতিক ফুটবল খেলবেন না। মেসিরও এমন সম্ভাবনা রয়েছে। কিন্তু প্যারিসের সংবাদ মাধ্যমের খবর, মেসি ও ডি মারিয়া অলিম্পিকেও খেলতে পারেন।
মেসি ও ডি মারিয়া কিশোর থেকে একসঙ্গে বড় হয়েছেন। কাতারে বিশ্বকাপ ও তার আগে কোপা আমেরিকা জিতেছেন তারা। অলিম্পিকে সাধারণত আর্জেন্টিনার পূর্ণ শক্তির দল খেলে না। যুব ফুটবলাররা বেশি যান। তবে এবার তারা দুজন যেতে পারে।
মেসি কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবল ছাড়তে পারেন সে সম্ভাবনা বেশ প্রবল। অলিম্পিকে খেললে ভক্তদের জন্য বাড়তি পাওনা হবে।