উইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে আজ

রঙিন পোশাকে এবার মিরাজের বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

ডিসেম্বর ৮, ২০২৪, ১২:১৪ পিএম

রঙিন পোশাকে এবার মিরাজের বাংলাদেশ

সেন্ট কিটসের সাগরপাড়ে ওয়ানডে অধিনায়ক শাই হোপ ও মেহেদী হাসান মিরাজ। ছবি: বিসিবি

সেন্ট কিটসে আজ প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে খেলা শুরু হবে। টি স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে।

২ টেস্টের সিরিজ ১-১ সমতায় শেষ হয়েছে। বাংলাদেশ বেশ আশাবাদী এখন। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে নামছে টাইগাররা। শান্ত এই সিরিজে নেই চোটের জন্য।

ওয়ানডেতে ৪৪টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সমান ২১ ম্যাচে তারা জিতেছে। ২টি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। 

Link copied!