মোরসালিনের গোলে লেবাননের সাথে ১-১ গোলে ম্যাচ ড্র

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২১, ২০২৩, ০৮:১৭ পিএম

মোরসালিনের গোলে লেবাননের সাথে ১-১ গোলে ম্যাচ ড্র

শেখ মোরসালিনের চোখ ধাঁধানো গোলে ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ফিফা র‍্যাংকিংয়ে ১০৪ তম অবস্থানে থাকা  লেবাননের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। ম্যাচে গোল হজম করে পিছিয়ে পড়লেও বসুন্ধরা কিংসের ফুটবলার শেখ মোরসালিনের চোখ ধাঁধানো গোলে ১-১ ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

দেশের ফুটবলারদের আন্তর্জাতিক অঙ্গনে এমন গোল সচরাচর দেখা যায় না। দূরত্ব, গতি, অ্যাকুরেসি সকল ক্যাটাগরিতেই মোরসালিনের গোলটি অসাধারণ এবং অনন্য। এর পাশাপাশি রয়েছে চাপ। কারণ বাংলাদেশ এক গোলে পিছিয়ে ছিল।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশকে চাপে রাখে লেবানন। একের পর এক আক্রমণ করে তারা। নিজেদের গুছিয়ে নিতে সময় নেয় বাংলাদেশ। ম্যাচের পঞ্চম মিনিটে ম্যাচের প্রথম কর্নার পায় লেবানন। তবে তা কাজে লাগাতে পারেনি তারা।

এরপর নিজেদের গুছিয়ে নিয়ে নিচ থেকে খেলা বিল্ডআপ করার চেষ্টা করে বাংলাদেশ। ম্যাচের ২৪ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে কর্নার পায় বাংলাদেশ। জামাল ভুঁইয়ার নেওয়া শটে হেড করেন বিশ্বনাথ ঘোষ। তবে তা আটকে দেন লেবানন গোলরক্ষক। এরপর আবারও সুযোগ আসে বাংলাদেশের সামনে। বাম দিক থেকে শেখ মোরসালিনের বাড়ানো বলে ডি বক্সের ভেতর থেকে শট নিতে যান হৃদয়। তবে তা আটকে দেন লেবানন ডিফেন্ডার। এরপর আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে বাংলাদেশ ও লেবানন। তবে শেষ পর্যন্ত কোনো গোল না হলে গোলশূন্য থেকে বিরতিতে যায় দু‍‍`দল।

বিরতিতে ফিরে আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে লেবানন। একের পর এক আক্রমণে বাংলাদেশের রক্ষণকে ব্যস্ত রাখে লেবানন। অন্যদিকে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। গোলরক্ষক মিতুল মার্মাকে তুলে মেহেদি হাসান শ্রাবণকে নামান কোচ হ্যাবিয়ের ক্যাবরেরা।

বেশ কিছু সুযোগ তৈরি করলেও ফিনিশিং দুর্বলতায় গোলের দেখা পায় না বাংলাদেশ। উল্টো ম্যাচের ৬৮ মিনিটে রক্ষণের ভুলে গোল খেয়ে বসে বাংলাদেশ। মাজেদ ওসমানের গোলে লিড নেয় লেবানন।

পিছিয়ে পড়ে আক্রমণে ধার বাড়ায় বাংলাদেশ। ম্যাচের ৭৩ মিনিটে ম্যাচে সমতা আনে বাংলাদেশ। ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে বল জালে জড়ান শেখ মোরসালিন। এরপর বেশ কিছু আক্রমণ চালায় দু‍‍`দল। তবে শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ১-১ গোলের সমতায় থেকে মাঠে ছাড়ে দু‍‍`দল।

বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সেখান থেকে দারুণভাবে ঘুড়ে দাঁড়াল লাল-সবুজের প্রতিনিধিরা। লেবাননের বিপক্ষে লড়াই করলো চোখে চোখ রেখে। আক্রমণ থেকে রক্ষণ কোথাও ছাড় দিয়ে কথা বলেনি বাংলাদেশ। দুই দলের র্যাংকিংয়ে পার্থক্য মাঠের খেলায় ফুটে উঠলো না কখনো। পুরো সময়টাই লেবাননের বিপক্ষে দাপুটে ফুটবল প্রদর্শন করেছে বাংলাদেশ। মাঠের খেলার বিবেচনায় বাংলাদেশের জয়টা প্রাপ্য ছিল। সুযোগও তৈরি করেছিল তারা। তবে জয় না পেলেও সঙ্গী হয়েছে স্বস্তির ড্র।

Link copied!