আমার আইডল রোনালদো, সাপোর্ট করি আর্জেন্টিনা : ঋতুপর্ণা চাকমা

স্পোর্টস ডেস্ক

নভেম্বর ১, ২০২৪, ০১:৫০ পিএম

আমার আইডল রোনালদো, সাপোর্ট করি আর্জেন্টিনা : ঋতুপর্ণা চাকমা

রিতুপর্ণা চাকমা বাংলাদেশকে সাফ নারী চ্যাম্পিয়নশিপ জিতিয়েছেন। ফাইনালে অবিশ্বাস্য গোল করেছেন। সেই তিনি বিশেষ সাক্ষাতকারে জানান, ফুটবলে তার আদর্শ ক্রিস্টিয়ানো রোনালদো। তবে দল হিসাবে আর্জেন্টিনাকে সাপোর্ট করেন।

টানা ২ বার সাফ জিতেছে নারী সাফ দল। রিতুপর্ণা ম্যাজিক দেখান। তিনি বলেন,‘ ক্রিস্টিয়ানো রোনালদোকে আমার ভাল লাগে। তবে আর্জেন্টিনাকে সাপোর্ট করি আমি।’

রিতুপর্না চাকমারা এখন ছুটিতে গেলেন। বেতন বোনাসের আশ্বাস পেয়েছেন। বেতন বকেয়া ছিল। সেটা শোধ হবে। 

Link copied!