পূর্ণ মেয়াদেই বিসিবির প্রেসিডেন্ট থাকবেন নাজমুল হাসান

স্পোর্টস ডেস্ক

জানুয়ারি ১১, ২০২৪, ০২:০৫ পিএম

পূর্ণ মেয়াদেই বিসিবির প্রেসিডেন্ট থাকবেন নাজমুল হাসান

বর্তমান মেয়াদে নাজমুল হাসান পাপন ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট থাকবেন। মন্ত্রী হওয়ার পর অনেকের সংশয় ছিল পাপন আর থাকবেন কিনা। অবশ্য রিপোর্টারদের জানিয়েছেন, আপাতত প্রেসিডেন্ট পদেই থাকবেন। 

মন্ত্রিত্বের সঙ্গে বোর্ড সভাপতি থাকার বিষয়টি সাংঘর্ষিক নয়। ক্রিকেট বোর্ডে তিনি চার বছরের জন্য সভাপতি নির্বাচিত। ২০২৫ সালের সেপ্টেম্বরে বিসিবি সভাপতি পদে বর্তমান মেয়াদ শেষ হবে তার। ক্রিকেট বোর্ড ও ক্রীড়া আইনে মন্ত্রিত্ব পেলে কোনো ফেডারেশনের সভাপতিত্ব করা যাবে না এমন কোনো নিয়ম নেই। 
নাজমুল হাসান সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন,‘  প্রথম কথা হচ্ছে বিসিবির সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। আগেও আমাদের এখানে অনেক মন্ত্রী ছিলেন, যারা বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেছেন। বিদেশেও আছে। সেটি ইস্যু না। আমার এই টার্মটা শেষ হবে আগামী বছর। আমার আগে  থেকেই ইচ্ছে ছিল, এই মেয়াদেই দায়িত্ব ছাড়ার। আমি চেষ্টা করব এ বছর শেষ করার। তা ছাড়া, আইসিসির কিছু নিয়ম কানুন আছে। ওদের আবার বেশ কিছু কমিটিতে আছি আমি। কিছু  চেয়ারম্যান পদেও আছি। ওদের ওই টার্মটা শেষ করতে হবে। কারণ, ওরা নিয়ম চেঞ্জ করে না।’
 

 

Link copied!