সাদা পোশাকে নিগার প্রথম

স্পোর্টস ডেস্ক

ডিসেম্বর ২৩, ২০২৪, ১১:২২ পিএম

সাদা পোশাকে নিগার প্রথম

শতরানের পর নিগার সুলতানা জ্যোতি। ছবি : বিসিবি

রাজশাহীতে নারী ক্রিকেটারদের তিন দিনের লিগ শুরু হয়েছে। প্রথম দিন ইতিহাস করলেন নিগার। এবারই প্রথমবার নারীদের প্রথম শ্রেণির ক্রিকেট চালু হয়েছে। আর সেখানে নিগারের ইতিহাস।

জ্যোতি সেন্ট্রাল জোনের হয়ে খেলছেন। আর সে তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের প্রথম সেঞ্চুরিয়ান। নর্থ জোনের ফারজানা হকও সেঞ্চুুরি করেছেন। 

 

Link copied!