সেপ্টেম্বর ২০, ২০২৩, ০৪:০৫ এএম
ইউরোপের জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেই ও বার্সেলোনা জয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগ শুরু করেছে। কিলিয়ান এমবাপ্পে পেনাল্টি থেকে গোল করেছেন। তার সঙ্গে আশরাফ হাকিমি যোগ করলে ২-০ গোলে তারা জায়ান্ট কিলার বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়েছে।
এদিকে বার্সেলোনা বিশাল জয় পেয়ে বসে আছে। ৫-০ ব্যবধানে হারিয়েছে তারা রয়াল অ্যার্টওয়ার্পকে। বার্সেলোনায় এ মৌসুমে পর্তুগীজ ফুটবলার জোয়াও ফেলিক্স যোগ দিয়েছেন। তিনি জোড়া গোল করেছেন। রবার্ট লেভানডভস্কি ১টি গোল করেছেন। গাবিও পেয়েছেন গোলের দেখা। অপর গোলটি এসেছে আত্মঘাতি থেকে।
লেভানডভস্কি এই আসরে ৯২তম গোলের দেখা পেয়েছেন। পোলিশ এই ফুটবলারের রেকর্ড বেশ সমৃদ্ধ। পিএসজিকে অবশ্য কষ্ট করতে হয়েছে। এই ‘এফ’ গ্রুপে তাদের প্রতিপক্ষ আবার এসি মিলান ও নিউ ক্যাসল। গ্রুপ পর্ব বেশ কঠিন।
ওদিকে বার্সেলোনার গ্রুপ ‘এইচে’ পোর্তো ও শাখতার দোনেৎস্ক রয়েছে। বেশ সহজ এই গ্রুপ বার্সেলোনার জন্য।