ইউরো চ্যাম্পিয়নশিপ ২০২৪ এর মূল পর্বে পর্তুগাল, ফ্রান্স ও বেলজিয়াম

রোনালদো ও এমবাপ্পের রাত

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ১৫, ২০২৩, ১২:২৪ এএম

রোনালদো ও এমবাপ্পের রাত

ইউরো চ্যাম্পিয়নশিপ ২০২৪ এর বাছাই পরীক্ষায় পাস করেছে পর্তুগাল, ফ্রান্স ও বেলজিয়াম। পর্তুগাল ৩-২ গোলে স্লোভাকিয়াকে হারিয়েছে। 

ক্রিস্টিয়ানো রোনালদো জোড়া গোল করেন। জাতীয় দলের হয়ে ১২৫টি গোল হয়ে গেছে তার। অন্যদিকে ফ্রান্স ২-১ গোলে হারিয়েছে নেদারল্যান্ডসকে। 

এমবাপ্পে জোড়া গোল করেছে। আর সে সঙ্গে রেকর্ড  গড়েছেন। প্লাতিনির ৪১ গোলের রেকর্ড পেরিয়ে গেছেন। এমবাপ্পের এখন ৪২ গোল। ফ্রান্সের সবচেয়ে বেশি গোল অলিভিয়ার জিরুর (৫৪)।

বেলজিয়াম অবশ্য ৩-২ গোলে অস্ট্রিয়াকে হারিয়েছে। ২০২৪ সালে ইউরো চ্যাম্পিয়নশিপ জার্মানিতে।  সেখানে তারা খেলবে। 

 

Link copied!